নিজস্ব প্রতিবেদক।
পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কালিগঞ্জে কুশুলিয়া গ্রামের মৃত: আবুল হোসেন সরদারের স্ত্রী মোছাঃ সফুরা খাতুন (৬৫) ওপরে মারপিটের অভিযোগ উঠেছে। বুধবারে (২১ আগস্ট) সকাল ১০টার শ্লীলতাহানি ও বেধড়ক মারপিট করে ঘটনাটি ঘটেছে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামে। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ্য করে ও কয়েক জন অজ্ঞত নামা আসামী করে কালিগঞ্জ থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী মোছাঃ সফুরা খাতুন এর ছেলে শাহিনুর সরদার (৩২) বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আসামীরা হলেন,মোঃ বজলু গোয়ালদার (৪০), পিতা -নূর ইসলাম গোয়ালদার,২। আকবার আলী গাজী (৪৭), পিতা-মৃত জবেদ আলী,৩।মোঃ আকবর আলী গাজী (৫০), পিতা-শাকাত আলী গ্রাম পুলিশ এদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায় বিবাদীগনের কাছে পূর্বে থেকেই জমি-জমার বিষয় নিয়ে ঝগড়া-বিরোধ ও শত্রুতা চলছে। উক্ত শত্রুতার জের ধরিয়া বিবাদীগন যেকোন বিষয় নিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রায় সময় মারপিট করে। বিষয়টি নিয়ে আমার মা মোছাঃ সফুরা খাতুন বাদী হয়ে বিবাদীগনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে এবং মামলা আদালতে মামলা চলমান আছে।
অভিযোগকারী শাহিনুর রহমান জানান আজ-২১/ ০৮/ ২০২৪ তারিখ সকাল অনুমান ১০টার সময় আমি বাড়ীতে এসে বিবাদীগন আমার মা’কে অকথ্য ভাষায় গালিগলাজ ও এলোপাতাড়ি মারপিট করিয়া তার হাত-পা রাস্তার উপরে নিয়ে বাধিয়া রাখে এবং গর্ভবাতী আমার স্ত্রী মোছাঃ ফতেমা খাতুনকে বিভিন্ন ভয়ভীতির হুমকি প্রদান করে বাড়ী থেকে বাহির করে দিয়ে লুটপাট করতে থাকে এছাড়া আমার বসত ঘরে নগদ টাকা স্বর্ণালংকার সহ লুটপাট করে এবং আমার বসত ঘরে তাদের ব্যবহৃত তালা দিয়ে বন্ধ করে দেয়।পরবর্তীতে আমি কালিগঞ্জ থানাকে জানাই এস আই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সেরা ঘটনাস্থলে যাইয়া আমার বসত ঘরের তালা ভেঙে দেয়।বিষয়টি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তবে তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে।