শিমুল হোসেন,তাপস কুমার ঘোষ,প্রতিনিধি ঃ
মাদককে না বলুন,ক্রীড়াকে হ্যাঁ বলুন”এই প্রতিবাক্যকে সামনে রেখে,
কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে শুক্রবার (১৪ ই অক্টোবর) বিকাল ৪ টায় পারুলগাছা ফুটবল ময়দানে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় পি ডি কে মিতালী সংঘ ফুটবল একাদশ ও আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হালিমুর রহমান (বাবু) তিনি বলেন”মাদককে না বলুন,আর ক্রীড়াকে হ্যাঁ বলুন,খেলাধুলা করলে যুব সমাজ বিপথগামী হয়না।মাদকে জড়িয়ে পড়েনা। সুন্দর সমাজ গঠনে যুবকদেরকে খেলাধুলায় মনোযোগী হতে হবে,খেলাধুলা করলে শরীর ও মনের বিকাশ ঘটে। তিনি আরও বলেন,এলাকার সার্বিক উন্নয়নে তিনি সব সময় সহযোগিতা করবেন এব্যাপারে তিনি সকলের সহযোগীতা ও সু-পরামর্শ কামনা করেন। সেই সাথে সুন্দর একটি আয়োজন করার জন্য তিনি যুব সমাজকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আফছার উদ্দিন,জাহিদ আলম, ইউপি সদস্যা লাইলী পারভীন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালী।
এসময় আরো উপস্থিত ছিলেন পারুলগাছা প্রগতি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল কুমার মন্ডল, পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পারুলগাছা প্রগতি সংঘের ক্রীড়া সম্পাদক অসীম কুমার রায়, পারুলগাছা প্রগতি সংঘের অন্যতম সহযোগী মেহেদী হাসান বাবু,শাহাজান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণেশ মণ্ডল, রামপ্রসাদ ঘোষ, অনিমেষ ঘোষ,শফিকুল ইসলাম প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু,সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মমিনুল হক, মুর্শিদ এলাহি বাবু ও লালটু। উক্ত খেলাটি ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।ম্যাচটি নির্ধারিত সময়ে পি ডি কে মিতালী সংঘ ৩-০ গোলে জয় লাভ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলগাছা প্রগতি সংঘের সকল সদস্য,সাংবাদিক সহ হাজার হাজার দর্শক শ্রোতা বৃন্দ।