প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৩, ৬:৩২ পি.এম
কালিগঞ্জে পিকে এম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আক্কাজ আলীর দাফন সম্পন্ন
শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলা'র বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আক্কাজ আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ বাদে উত্তর শ্রীপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কালিগঞ্জ বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্র প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আক্কাজ আলী'র জানাজার নামাজে জেলা ,উপজেলা স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি 'র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী,শিক্ষক, শিক্ষিকা, তার অসংখ্য ছাত্র,সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিকট আত্মীয়-স্বজন অংশ নেয়।
জানাজার নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন এমপি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আল মামুন সরদার। কালিগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল আলম বাবু। আন্তর্জাতিক ফিফার রেফারি শেখ ইকবাল আলম বাবলু।
কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার। কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। উত্তর শ্রীপুর বায়তুল নূর জামে মসজিদ ও বাগে জান্নাত হাফিজিয়া এতিমখানার মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ ওয়াজেদ আলী কারিকর। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সরদার, ইউপি সদস্য হাবিবুল্লাহ রহমান (পুটু) সাইদুল ইসলাম,জানাজার নামাজ পরিচালনা করেন কারী মাওলানা রবিউল ইসলাম সহ মাওলানা মনিরুল ইসলাম আশিকী, মাওলানা সাইফুল্লাহ প্রমুখ।
আলহাজ্ব আক্কাজ আলী মাস্টার বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিকে নিজস্ব বাসভবনে হঠাৎ হৃদ রোগে অসুস্থ্য হয়ে পড়েন।পরে তাহাকে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী সহ ২টি ছেলে ১টি মেয়ে, নেতে, নাতনি,পোতা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এলাকায় তিনি অতি পরিচিত ছিলেন এবং সবার প্রিয় শিক্ষক ছিলেন আলহাজ্ব আক্কাজ আলী মাস্টার, দীর্ঘ জীবন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।তিনি সর্বশেষ উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন।
বহু আগেই তিনি ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ২বার ইউপি সদস্য ছিলেন। কখনো ক্ষমতার লোভ তাকে কাছে টানেনি।এলাকার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়ে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। মৃত্যুর খবর শুনে আওয়ামী লীগ ও বিএনপি'র বিভিন্নস্তরের নেতা-কর্মী, সুধী, আত্মীয়-স্বজন তার গ্রামের বাড়িতে ছুটে যান একনজর দেখার জন্য। তার হাতে গড়া বহু ছাত্র দেশের গুরুত্বপূর্ণ পদে আজ অবস্থান করছেন। তিনি এজন আদর্শবান শিক্ষক ছিলেন। যেখানেই ন্যায় সেখানেই তার ভূমিকা ছিল লক্ষ্যনীয়। অন্যায়ের কাছে কখনো মাথানত করেননি তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com