শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে সোমবার (১৩ জুন) সকালে উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির' বক্তব্য বলেন" জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পল্লী সঞ্চয় ব্যাংক, বর্তমানে (আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি,নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম বৃদ্ধির জন্য ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী তিনি বলেন "বঙ্গবন্ধুর সোনার বাংলা যেমন আমাদের সোনালী অতীতকে স্মরণ করিয়ে দেয়,তেমনি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ আমাদের সোনালি ভবিষ্যতের সম্ভাবনাও জাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে আমাদের জীবন, সমাজ ও দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে শক্তি জোগাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান। উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান (বাপ্পি) কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু),রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খান মিরাজ হোসেন,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী মিজানুর রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ শংকর কুমার ঘোষ, সাংবাদিক শাওন আহমেদ সোহাগ প্রমুখ।
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ১০টি গ্রুপ ভিত্তিক আলোচনায় হয়।কর্মশালায় বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষার্থী, সাংবাদিক অংশগ্রহণ করে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।