শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধ ইট ভাটার কার্যক্রম শুরু করা হয়েছে।মঙ্গলবার ভোর থেকে উপজেলা সদরে শীতলপুর গ্রামে অবস্থিত অনুমোদনহীন ব্রাদার্স ব্রিকসে কাঁচা ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভাটা মালিক।
খোঁজ নিয়ে জানা গেছে,দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত এলাহী বক্স এর ছেলে আব্দুল ওয়াদুদ, আব্দুস সেলিম বাবলু, শামসুল আলম কয়েস জনবসতি এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলো। চলতি বছর মোটা অংকের টাকা চুক্তিতে তারা গণপতি গ্রামের মৃত আলহাজ্ব আব্দুস সামাদের পুত্র সৌদি প্রবাসী শেখ আব্দুস সবুর ও তার স্ত্রী রুমা খাতুনকে লিজ প্রদাণ করে।তারপর ব্রাদার্স ব্রিকসের নাম পরিবর্তন করে এস,এম (সিয়াম) ব্রিকস এর নাম ব্যবহার করে ভাটার কাজ শুরু করে।
গত ৪ জানুয়ারী অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুত এবং ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বেশ কিছুদিন যেতে না যেতেই আবারও ভাটার মালিক সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও প্রশাসনের নির্দেশনা অমান্য করে ইটভাটা চালাতে থাকলে ৭ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে এক্সেভেটর দিয়ে কাঁচা ইট নষ্ট সহ ভাটায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শেষে কিলন (ভাট্টি) আংশিক ভেঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। পর দিন ৮ ফেব্রুয়ারি একই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্হিতিতে জ্বলন্ত ইটভাটার পানি দিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাটায় ইট পোড়ানোর জন্য কিলনে (ভাট্টি) কাঁচা ইট সাজানোর কাজ করছে শ্রমীকরা। এ সময় ভাটা লিজ নিয়ে দায়িত্বে থাকা রুমা খাতুনের নিকট ভাটা পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনুমতি নিয়ে পুনরায় কাজ শুরু করেছি। এ সময় অনুমতিপত্র দেখাতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসভনীয় আচরণ শুরু করেন। এবং তার স্বামী শেখ আব্দুস সবুর মোবাইল ফোনে সাংবাদিককে মিথ্যা মামলা সহ দেখে নেওয়ার হুমকি ধামকি প্রদান করেন। এ বিষয়ে ব্রাদার্স ব্রিকসের মালিক আব্দুল ওয়াদুদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমার সুলতানা বুশরার বিষয়টি অবগত করা হলে তিনি বলেন,ভাটাটি পরিচালনার জন্য কোন লিখিত পত্র আসেনি। আপনাদের মাধ্যমে ভাটায় পুনরায় কাজ করার বিষয়টি অবগত হয়েছি।
এ ব্যাপারে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, অবৈধভাবে ভাটা চালানোর জন্য ফেব্রুয়ারির প্রথম দিকে পর পর দুই দিন ব্রাদার্স ব্রিকসে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল। পুনরায় ভাটা চালানোর জন্য লিখিত বা কোন রকম মৌখিক অনুমতি দেয়া হয়নি।তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।