কালিগঞ্জ প্রতিনিধিঃ
প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে, ২আগস্ট২০২৩ বুধবার সকাল দশটায় কালিগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা) উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন,অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন কালিগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিয়ারাজ হোসেন,
এ সময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগাতো প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মঝে ঢেউটিন ও নগদ অর্থ ৩০০০টাকা করে মোট এক লক্ষ ২৯ হাজার টাকা দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য কালিগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মেরাজ হোসেন এর মাধ্যমে সরকারকে সাধুবাদ জানিয়েছেন।