শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বিষ্ণুপুর সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ডাঃ হান্নান রহমান।এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল (২ রা ডিসেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডাঃ হান্নান রহমান (৬২) দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত টিপু রহমানের ছেলে।
অভিযুক্ত ডাঃ হান্নান রহমান নিজের জমিতে লাগানো গাছ দাবি করে। প্রকাশ্যে গাছ কর্তন করেছে। সরকারী রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ করা হলেও অভিযুক্তরা ইউনিয়ন (ভূমি) অফিস কর্মকর্তাকে না জানিয়ে,প্রকাশ্যে দিবালোকে গাছ ১টি কর্তন করেছে।সরেজমিনে ঘুরে জানা গেছে, নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন জানান,১টি গাছ যার মূল্য ৩০ হাজার টাকা হবে। সরকারি রাস্তার পাশের আমরা দেখে আসছি গাছগুলো রাস্তার, গাছ কেন কাটা হয়েছে। এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত ডাঃ হান্নান রহমান সাংবাদিকদের জানান গাছগুলি আমাদের মালিকানা জমিতে,সরকারী রাস্তায় নয়। এর আগেও আমি গাছ কেটে বাড়ীর কাজে লাগিয়েছি এ ছাড়া আরও বড় ইউনিয়ন (ভূমি) অফিস আমাকে নোটিশ করলে আমি এর জবাব দিবো। আমার গাছ আমি কেটেছি আপনাদের যা ইচ্ছে করেন।
এলাকাবাসী আব্দুস সামাদ,সালাম আজবাহার, শাহাদাত,সাগর,অসীম, মাহবুব, স্বপন,আনারুল, অমিত,অসীম,আব্দুল গনি সহ অনেকেই গ্রাম বাসী জানান এই ডাঃ হান্নান রহমান নিজে' কে বড় মাপের নেতা মনে করেন এবং এলাকার লোকজনের সাথে তার গ্যাঞ্জাম বিরোধ চলে আসছেনা এবং ইউনিয়ান ভূমি কর্মকর্তাকে অবহিত না করে গায়ের জোরে আইন অমান্য করে গাছগুলি কেটেছে। সম্পূর্ণ গায়ের জোরে সরকারি রাস্তার গাছ কর্তন করে এবং কাউকে মানেন না।স্থানীয়' রা আরও বলেন জয়পত্র কাটিগ্রামের সুজিত কুমার মন্ডল স্থানীয় গাছ ব্যবসায়ী। অবৈধভাবে সরকারি খাস জায়গার গাছ কম টাকায় কিনে মালিকদের প্রলোভন দেখিয়ে এছাড়া আরো বলেন চুরি করে রাতের আঁধারে কেটে নিয়ে যায় এরকম আরো অভিযোগ আছে তার বিরুদ্ধে আছে।এবিষয়ে ইউনিয়ন (ভূমি) অফিস কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা খোঁজখবর নিয়েছি এবং গাছ কাটা বন্ধ করে দিয়েছি, এবং আইনগত ব্যবস্থা নেব।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।