শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জনবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে, ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম,বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার নাজমুল হুদা,রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার ,উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে গভীরভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন ১৯৩০ সালে এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন মহীয়সী এই নারীর ৯২ তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে এ বছর পালন করা হচ্ছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জানবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় সাতজন হতদরিদ্র নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে সাতটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন প্রাপ্ত মহিলারা হলেন লিমা আক্তার, উমা সরকার, মুসলিমা খাতুন, মোসাম্মৎ নাদিরা পারভীন, মিনারা খাতুন, জেবুন নাহার, সুমাইয়া পারভীন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কালীগঞ্জের সুপারভাইজার জয়দেব দত্ত। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।