শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

কালিগঞ্জে বাঁশতলা বাজার বণিক সমিতির নির্বাচনে জয়দেব বিশ্বাস সভাপতি,সম্পাদক রজব আলী।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

শিমুল হোসেন,তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিবেদক। 

কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাবেক সভাপতি জয়দেব বিশ্বাস সভাপতি এবং রজব আলী বাবু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে নিমেন্দু মন্ডল,রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবু কোষাধ্যক্ষ পদে।দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান, আমিরুল ইসলাম ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়দেব বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ১ জন প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে- আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

সহ সভাপতি পদে নিমেন্দু মন্ডল সর্বোচ্চ ১৩৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদীপ ঢালী ১৩৫ ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে রজব আলী বাবু ১০৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল সরদার পেয়েছেন ১০২ ভোট এবং অপর প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন ৬১ভোট। সংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম সর্বোচ্চ ১২৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ১১৫ ভোট এবং অপর প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ৩৩ ভোট কোষাধ্যক্ষ পদে ২০০ ভোট পেয়ে শফিকুল ইসলাম বাবু জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীদাম বিশ্বাস পেয়েছেন ৭০ ভোট।

১১ মার্চ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এত ২৮১ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ২৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকাল ৫ টায় দিকে বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল ফলাফল ঘোষণা করেন।এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের সদস্য ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, আব্দুল্লাহ আল মামুন,নুরুজ্জামান পাড়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার,বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এসআই আবু হাসান, এসআই নকিব পান্নু, এ এসআই সেলিম রেজা,সঙ্গীফোস সহ গ্রাম পুলিশ প্রমুখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।