আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ"
এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক প্রমুখ। বক্তারা বলেন রাঙ্গামাটি, কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশাপাশি সাতক্ষীরা সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের অপর সম্ভাবনা।
সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন, দেশি বিদেশি পর্যটকরা সাতক্ষীরার সুন্দরবনকে দেখতে সড়ক পথে আসে। পাশাপাশি সাতক্ষীরা মোজাফফর গার্ডেন, লেক ভিউ, দেবহাটা রূপসী বাংলা ম্যানগ্রোভ, কালিগঞ্জের রাজা প্রতাপাদিত্য রাজা বিক্রম আদিত্য ও বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক ও প্রস্তাবিত শেখ কামাল বসন্তপুর নৌবন্দর, বাঁশঝড়িয়া মিনি সুন্দরবন, প্রবাজপুর শাহী মসজিদ নবরত্ন মন্দির, শ্যামনগরের যশোরী কালী মন্দির বংশীপুর শাহী মসজিদ, হাম্মান খানা সরকারি ভাবে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা থাকলে এগুলো হতে পারে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।