শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।। কালিগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (২০২১-২০২২) অর্থ বছরের খরিপ মৌসুমে আমন ধানের উলশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১লা জুলাই) সকাল ১০টায় বিষ্ণুপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজুল ইসলামের ব্যবস্থাপনায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং বিষ্ণুপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, ইউপি সদস্য গোলাম রব্বানী,বাবু পীযুষ কান্তি রায়,খলিল সরদার,২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাশেম আলী।আওয়ামী নেতা বাবু সমীর মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে১০০,জন কৃষককে বীজ ও রাসায়নিক সার ১০ কেজি ডিএপি সার,১০কেজি এমওপি সার এবং ব্রিধান ৭৫ (০৫) কেজি করে কৃষকদের মাঝে প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডের কৃষক,কৃষাণীদের উপস্থিত ছিলেন।