শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

কালিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিফা রেফারি বাবলুর পুত্র ফাহিম ও রেফারি মাহমুদ মারাত্মক আহত

তাপস মজুমদার (কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

 

তাপস মজুমদার (কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিফা রেফারি, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর পুত্র ফাহিম ও ফুটবল রেফারি মাহমুদ মারাত্মকভাবে আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২০ মে শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে। কালীগঞ্জ শ্যামনগর সড়কের তালতলা নামক স্থানে ফাহিম ও মাহমুদ চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাবলা গাছের গায়ে লেগে মোটর সাইকেলটি মারাত্মক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ফাইম ও মাহমুদ মারাত্মক রক্তাক্ত জখম হয়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গাড়িতে করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা বেগতিক হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে খুলনা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ফাহিমের পা ও হাত ভেঙে গেছে, মাথায় মুখে প্রচন্ড আঘাত লেগেছে। মাহমুদের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে সে বমি করছিল।

ফাহিম কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং মাহমুদ কালীগঞ্জ উপজেলা রেফারি সমিতির সদস্য । মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ পেয়ে ফিফা রেফারি বাবলু তার বড় ভাই ডাবলু ছোট ভাই লাভলু আত্মীয়-স্বজনরা ছুটে যায় হাসপাতালে তাদের সার্বিক বিষয়ক খোঁজখবর নিতে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী সহ কালীগঞ্জ উপজেলা ফুটবল সমিতির সদস্যরা খোঁজখবর নিতে হাসপাতাল ও তার বাড়িতে যান ।

শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা সিটি হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।