শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কালিগঞ্জে দুর্ধর্ষ মস্তোফা বাহিনীর এর দা এর কোপ ও রডের আঘাতে গুরুতর আহত হয়ে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি আছেন মোছাঃ নাসিমা বেগম ( ৬০) ও মোছাঃ রেশমা খাতুন (৩৪)। সরেজমিনে পরিদর্শনে জানা যায় পূর্ব শত্রুতা জের ধরে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকায় উপজেলাধীন মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের শেখ আমানাত আলীর পুত্র দুর্ধর্ষ শেখ গোলাম মোস্তফা (৫৬) এর নেতৃত্বে আফজাল মাসুদ (২৫) , মোঃ আরাফাত হোসেন (২২), শেখ শাহিনুর রহমান (৪৩), শেখ আছানুল কোবির (৪৭), রওশনারা খাতুন (৪৮), শেখ বাহার আলী (৫৫), মোঃ মনুর আলী (৫৭) সহ একদল সন্ত্রাসী দা, শাবল, লোহার রড প্রভৃতি অস্ত্রশস্ত্র নিয়ে মোছাঃ নাসিমা বেগমের বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এ সময় নেতৃত্বদানকারী শেখ গোলাম মোস্তফার নির্দেশে শেখ শাহিনুর রহমান ধারালো দা দিয়ে নাসিমা বেগমের ডান হাতের বাহুতে কোপ দেয় সঙ্গে সঙ্গে নাসিমা বেগম মাটিতে লুটিয়ে পড়ে। নাসিমা বেগমের চিৎকারে রেশমা খাতুন বাহিরে আসলে আফজাল হোসেন রেশমা খাতুনের শ্রীলতা হানির চেষ্টা করে, এ সময়ে রেশমা খাতুন চিৎকার শুরু করলে গোলাম মোস্তফা, রওশনারা খাতুন, শেখ বাহার আলী, আরাফাত হোসেন, মনুর আলী লোহার রড দিয়ে রেশমা খাতুন কে এলোপাতাড়ি মারধর করতে থাকে। চিৎকার শুনে স্থানীয় লোকজনের সমাগম ঘটলে মোস্তবাহিনী পালিয়ে যায়।