শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়েছে। রবিবার (২৬ শে মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা,সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে ৭টায় বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ,শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত।
সারাদেশের ন্যায় সকাল ৯ টায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন,এরপরে পুলিশ,ফায়ার সার্ভিস, আনসার- ভিডিপি,স্কাউটস,গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় অভিবাদন ও সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা,থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান।মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাকিম।
এরপরে জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী,উপজেলা সহকারী কমিশনার মোঃ আজাহার আলী,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,থানার ওসি (তদন্ত) এবাদ আলীসহ কর্মকর্তারা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ,কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,জাতীয় সাংবাদিক সংস্থা,জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন,সাংবাদিক সমিতি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থী। তবে জাতীয় এ দিবসে উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন না।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।