বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৯১ বার পঠিত

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।

 

কালিগঞ্জে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।মঙ্গলবার (২৬শে মার্চ) মহান জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ও আ’লীগ বিভিন্ন কর্মসূচির পালন করেন। কালিগঞ্জ থানা চত্তরে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী/আধাসরকারী ভবন,শিক্ষা প্রতিষ্টান, দোকান-পাট,বাসভবন ও অন্যান্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল সাড়ে সাত টায় কালিগঞ্জ সোহরাওয়াদ্দী পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে পূষ্পমাল্য অর্পণ করেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী‌।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাস, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাকিম,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন,উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি।বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে সহ উপজেলা আ’লীগের সকল নেতৃবৃন্দ,ছাত্রলীগ, মহিলা লীগ শ্রমিকলীগ,যুবলীগ,যুব মহিলা লীগ,স্বেচ্ছা-সেবকলীগ,কৃষকলীগও তার অঙ্গ ও সহ-যোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পূষ্পমাল্য অর্পন করেন,রিপোটার্স ক্লাব,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন এনজিও, সামাজিক ও সাষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পূষ্পমাল্য অর্পন করেন। সকাল ৭টা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর সকাল ৮টায় কালিগঞ্জ সরকারী কবর স্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আ’লীগ ও তার অঙ্গ, সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে।

উপজেলা প্রৃশাসন কর্তৃক সকাল ৯টায় উপজেলা মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ,আনসার-ভিডিপি, বিএনসিসি কর্র্তৃক কুচকাওয়াজ প্রদর্শী করা হয়।বেলা ১১টায় উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাসের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৪- আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম,মহিলা ভাইস চেয়ারম্যান দ্বিপালী রানি ঘোষ, উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক এ্যাড.হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন,রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা সুধিজন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।