শেখ বদরুজামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,র্যালী’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।এরপর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ নারীকে সন্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল তিনি বলেন”মহীয়সী বেগম রোকেয়া শুধু নারী সমাজ নয় বরং সমাজের সকল মানুষকে জাগ্রত করে আলোর পথে নিয়ে এসেছিলেন,সমাজের কুসংস্কার এর শৃঙ্খল থেকে নারীকে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া মহীয়সী এ নারীকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করেছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান,কালিগঞ্জ মহা-বিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু,বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম,কালিগঞ্জ উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন।উপজেলা সমন্বয়কারী রাকিব হোসেন, আমির হামজা ও মারুক হাসান, আবু ঈছা,লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক প্রমুখ। বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।