শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।
আর নয় পরনির্ভরশীলতা,নিজ কর্মে বাঁচুক বাংলার নারী-এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে- কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্যবিবাহ,যৌতুক ও যৌন হয়রানী, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় লিমা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আকলিমা খাতুনের সভাপতিত্বে উপজেলার উত্তর শ্রীপুর লিমা মহিলা উন্নয়ন সংস্থার অফিস কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন ও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত। লিমা মহিলা উন্নয়ন সংস্থার সহ-সভাপতি নাসরিন পারভিন সম্পাদক রোজিনা পারভিন কোষাধক্ষ্য আনজুমানারা, প্রচার ও দপ্তর সম্পাদক আঞ্জুরা পারভিন,ক্রীড়া সম্পাদক ইসমা পারভীন, নির্বাহী সদস্য আছিয়া আক্তার সহ সদস্যবৃন্দ প্রমুখ।
সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী।তিনি আরো বলেন" অভিভাবকদের সচেতনতায় মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব । প্রত্যেক পরিবার সচেতন হলেই বাল্য বিবাহ রোধ ও যৌতুক প্রথা নিরোধ করা সম্ভব হবে। নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী'রা এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী ও শিশু নির্যাতনও বেড়েছে। তাই বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার ও আরো বেশি সক্রিয় হওয়ার আহবান জানান।অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন উপজেলা মহিলা অধিদপ্তর।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।