তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জ- দেবহাটা উপজেলা ভূমিহীন আন্দোলনের প্রয়াত নেতা ও শহীদ জায়েদার ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার শহীদ জায়েদা নগর ফুটবল ময়দানে ভূমিহীন নেতা ও শহীদ জায়েদার পুত্র আলমগীর হোসেন আলেমের সভাপতিত্বে মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু।
সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু।দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদৌস আলফা।কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন। শহীদ জায়েদার পুত্র ও সাবেক প্রধানমন্ত্রী হুসাইন মুহাম্মদ এরশাদ এর পালিত সন্তান আরমান এরশাদ।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাইজিদ হোসেন,সিরাজুল ইসলাম,আব্দুর রহিম পাড়, এবাদুল ইসলাম,বাবুর আলী গাজী, হাবিবুল্লাহ পাড়, মনিরুল ইসলাম পাড়,ইউপি সদস্য শওকাত আলী,মোকসেদ মোড়ল,সোলায়মান আলী, মোহাম্মদ আলী,সেকেন্দার আলী পাড়, শওকাত সরদার, করিম পাড়,হোসেন আলী,রেজাউল সরদার,আব্দুর জব্বার,অহেদ আলী গাজী,আজগার আলী মোড়ল,জিহাদ আলী শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন”১৯৯৮ সালের মে মাস থেকে শুরু হয় দেবহাটা-কালীগঞ্জে ভূমিহীনদের ওপর ভূমিদস্যুদের হামলা,নির্যাতন ও উচ্ছেদ। (২ জুলাই) ভূমিহীনদের ওপর ভূমিদস্যু ও পুলিশের গুলিবর্ষণে নিহত হন ভূমিহীন শহীদ জায়েদা এবং শহীদ জায়েদার নামে খেলার মাঠ সহ বিভিন্ন প্রতিষ্ঠান হবে বক্তারা বলেন।বক্তারা আরো বলেন এলাকার প্রভাবশালী ভূমিহীন লিডার ভুয়া দলিল বানিয়ে বিভিন্ন জায়গায় দখল করে বসে আছে। তার বিরুদ্ধে আমরা অতি শীঘ্রই আইনগত ব্যবস্থা নেব।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন জেলা শ্রমিকলীগের নেতা ইব্রাহিম পাড়,উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রউফ। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অধিকার বাস্তবায়ন সংস্থার সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফারুক হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জেলা আওয়ামী ,ভূমিহীন, জাসদ,বাসদ, জাতীয় পার্টি, কৃষক লীগ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।