শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
কালিগঞ্জ উপজেলার এই প্রথম শিক্ষক বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকা থেকে সারাদিন ব্যাপী মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্বর্ণলেখা পাবলিক লাইব্রেরীর আয়োজনে এবং মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহপাঠ্য কার্যক্রম বিতর্ক প্রতিযোগিতাকে ফলপ্রসূ করার জন্য উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে দক্ষ করে গড়ার লক্ষ্যে এই প্রশিক্ষণ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্বর্ণলেখা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও খুলনা আহ্ছানউল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মো: মমতাজ আলী। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজওয়ান হারুন,মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য,মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।