মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত

কালিগঞ্জে সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের দাফন সম্পন্ন।

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

 

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ

কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন এর দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার বন্দকাটি বাগেরমাঠে জানাজা নামাজে উপস্থিত থেকে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক সংসদ ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এ কে ফজলুল হক, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নরিম আলী মুন্সী,সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল,যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি, শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাজেদুল হক সাজু,আশাশুনি উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা শাকিল,শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম আলহাজ্ব আকবর কবির,কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী প্রমুখ।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান,সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর, চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউপির সাবেক ও বর্তমান চেয়ারম্যান, আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ শতশত জনগন।

জানাজা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেন মাওঃ আব্দুল খালেক। উল্লেখ্য যে, তিনি বুধবার (১৪ ই জুন) রাত ১১. ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি মাতা, স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন তিনি কিডনি সমস্যায় ভারতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে দেশে পাঠিয়ে দেন চিকিৎসকরা। অবশেষে সকলের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরোপারে চলে গেলেন।শেখ রিয়াজ উদ্দীন বাংলাদেশ আ’লীগের কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।