শিমুল হোসেন / তাপস কুমার ঘোষঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিএমসি ক্লাবের আয়োজনে ৪ দলীয় নকআউট স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর ) বিকাল ৪ টায় ডিএমসি ক্লাব মাঠে কালিগঞ্জ ফুটবল একাডেমি বনাম মৌতলা নামাজগড় ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ব্যাপক সংখ্যক দর্শকের উপস্থিতিতে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় অবশেষে টাইব্রাকারে নিস্পত্তি হয়। কালিগঞ্জ ফুটবল একাডেমি ৩/১ গোলে নামাজগড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউপির চেয়ারম্যান ও পিপি এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টি এইচ এ ডাঃ শেখ আসছেদুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, মথুরেশপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি মোখলেসুর রহমান রহমান মুকুল, মৌতলা আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতি সম্পাদক এসএম আহম্মদ উল্লাহ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ঘোষ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় জিন্নাত আলী প্রমূখ। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন, ও এম আর মোস্তাক। খেলাটির সার্বিক আয়োজনে সমন্বয়ক ছিলেন ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদসহ কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।