শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে অবহিত করণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ জুন) সকাল ১০টায় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি অফিসার জি এম শফিউল্লাহর সঞ্চালনায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী তিনি বলেন" কালিগঞ্জ উপজেলা একটি কৃষি উর্বর ভূমি এই প্রকল্পটির গ্রহণের আগে এই উপজেলার সাবেক কৃষি অফিসার ফজলুল হক মনি এলাকার কৃষি উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তিনি আরো বলেন কালিগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়ন এর তুলনায় মৌতলা ইউনিয়ন কৃষি প্রযুক্তির মাধ্যমে আউট ড্রেন রেখে,ভেড়ির উপর সবজি চাষে অগ্রণী ভূমিকা রেখেছে।
কৃষি চাষ করে মাইলকে মাইল আউট ড্রেন ও সবজি চাষ হচ্ছে এবং কৃষি,মৎস্য চাষে এলাকা হবে, মৎস্য পল্লী।তিনি বলেন কালীগঞ্জে কৃষি বিপ্লব ঘটানো হবে, আমরা কৃষিতে সমৃদ্ধ হবে, আগামী বছর আমাদের উপজেলা কৃষিতে স্বর্ণযুগ বয়ে আনবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন" ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রকল্প পরিচালক ফজলুল হক মনি বলেন" খুলনাঞ্চলের চারটি জেলার নড়াইল, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা মোট ২৮ টি উপজেলা ও দুটি মেট্রো অফিস এই প্রকল্প এলাকার মধ্যে , কোটি টাকা ব্যয়ে চারটি উপজেলায় এই প্রকল্পের কাজ চলবে। এবং জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনে সক্ষম ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্প এলাকার ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিনসহ কর্মশালার সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষক, কৃষাণী অংশগ্রহণ করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।