শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
সাতক্ষীরার কালিগঞ্জে হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাতা ও সাবেক বস্ত্রমন্ত্রী আলহাজ্ব এম মনসুর আলী’র ১৯ তম মৃত্যু বার্ষিকী। সোমবার (১৬ জানুয়ারী) বেলা ১২ টায় মাদ্রাসার সুপার মাওলানা শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হুসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এইস এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু,
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অত্র কলেজের বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রয়াত এম মনসুর আলীর ছোট ভাই শিক্ষানুরাগী আলহাজ্ব ছামসুর রহমান, শিক্ষানুরাগী সেতারা নাসরিন নিশি পলাশ, এ্যাডঃ মরিয়ম মনসুর চামেলী, সাদমান মনসুর, ইয়ামিন খাঁন, ইয়ামিন খাঁন প্রমুখ।
উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক সুপার মাওঃ রমিজউদ্দীন, মৌতলা মাদ্রাসার সুপার মাওঃ মোহাসীন আলীসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা। প্রয়াত এ্যাডঃ এম মনসুর আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মৃতিচারণ ও আলোচনা সভাশেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোঃ রমিজউদ্দীন।