আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধিঃ
২১ আগষ্ট গ্রেনেট হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণে সোমবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এক শোক র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভা্পতিত্বে ও সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস,এম,জগলুল হায়দার।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী,
সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, যুগ্ম সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বজল মুখার্জী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা বিষয়ক সম্পাদিকা ফতেমা আক্তার রিক্তা, ধর্ম বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবু নাহার জেবু, সাধারণ সম্পাদক শিখা রানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ রাসেল, সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দীন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ২১ শে আগুষ্ট গ্রেনেড হামলায় কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী আইভি রহমান সহ নিহত ২৪ জনের আত্নার শান্তি কামনা করেন এবং অসুস্থ্য নেতা কর্মীদের সুস্থ্যতা কামনা সহ ঐ হামলায় অভিযুক্তদের দৃষ্টান্ত মুলক শান্তি কামনা করেন।