শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় ৫১ তম জাতীয় শীতকালীন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী র মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলা মাঠ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বােধন করেন।
বিকাল ৩ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো: আজহার আলী। কালিগঞ্জ ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান।
কালিগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।