বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭৮ বার পঠিত

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।। 

মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বিনম্র শ্রদ্ধায় আর ভালবাসায় সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয়ের ৫১ বছর পূর্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোহরাওয়ার্দী পার্কে (১৬ ডিসেম্বর) প্রত্যুষে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ প্রেসক্লাব, আ’লীগসহ বিভিন্ন রাজনৈনিক দল, জাতীয় সাংবাদিক সংস্থা, সুশীলনসহ সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এরপর উপজেলা পরিষদের মাঠে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করেন, পরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ, আনসার ভিডিপিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, চিত্র অংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ নাজমুল আহসান,বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মাসুদা খানম মেধা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী ও সূধীবৃন্দ।

দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিম খানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।