জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের ২৬ নং খুদ্বিপুর প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি নির্বাচনে সব সময় ছিল টানটান উত্তেজনা । প্রাথমিক বিদ্যালয় এর প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য । তবুও যেন উৎসবমুখর ও হাস্যুউজ্জল ভাবে কোমলমতি শিশুদের অভিভাবক বৃন্দরা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে সকলে মিলে মিশে । দূরদূরান্ত থেকে এই আনন্দের ভাগীদার হতে এসেছিল অচেনা নানা লোকজন ।
প্যানেল প্রধান আলহাজ্ব স,ম আব্দুর রশিদ প্যানেলের অভিভাবক সদস্য মোঃ জহির রায়হান , মোরগ , ১৯০ , মোঃ আব্দুল্লাহ সরদার, ফুটবল ১৩৮ , মোছাঃ সুমি খাতুন, কলস ১৩৯ , মোছাঃ রোজিনা খাতুন, বই ১৩৭ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। পরাজিত প্যানেলের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ মহসিন কবির এর পক্ষে মোঃ আব্দুর রাজ্জাক, আনারস ৭০ মোঃ আলমগীর হোসেন চশমা ৭১ মোছাঃ হাসিনা খাতুন , তালা ৭০ , মোছাঃ আমিরুনন্নেছা , শাপলা ৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।
২৬ নং খুদ্বিপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সন্ধ্যা রানী বিশ্বাস জানান , খুদ্বিপুর প্রাথমিক বিদ্যালয় এর নির্বাচন খুব আনন্দময় এবং উচ্ছলতার সহিত পালিত হয়েছে, সুন্দর,আকর্ষণীয় ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে । নতুন প্যানেল যারা সংঘটিত করবে তাদের কাছে অকুল আবেদন , অত্র ইস্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রতি সুদৃষ্টি রাখবেন সবসময় এবং তাদের সুবিধায় অসুবিধায় সব সময় পাশে থাকবেন এই কামনা করি । তিনি আরো বলেন আমাদের বিদ্যালয় এর কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সেদিকেও খেয়াল রাখবেন অভিভাবক সদস্যবৃন্দরা । প্রতিটি সন্তানকে যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সে বিষয়ক খেয়াল রাখবেন সকল শিক্ষার্থীর পিতা-মাতা ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।