ভ্রাম্যমান প্রতিনিধি:এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৩-২৪ শিক্ষা বর্ষে আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীণ বরন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ অক্টোবর সকালে মাদ্রাসার হল রুমে সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আব্দুল কাদীর হেলালী।
এসময় নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আরবি প্রভাষক শহিদুল্যাহ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক নুরুল আমিন, সহকারী শিক্ষক মো. আসাদুল্লাহ, ইংরেজি প্রভাষক হোসেন আলী, আরবি প্রভাষক ফরিদুদ্দীন আল মাসউদ, অভিভাবক সাংবাদিক জামাল উদ্দিন প্রমুখ।
পরে মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাদীর হেলালী নতুন ছাত্র-ছাত্রীদের ছবক ও বিশেষ দোয়া মুনাজাত মাধ্যমে শেষ করেন।