হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:
রোববার ১২ই রবিউল আউয়াল ও ৯ অক্টোবর ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাতের দিন ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী (সা:) সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে এর একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিনটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র” ঈদে মিলাদুন্নবী” পালন করেন। দিবসটি পালন উপলক্ষে সারা বিশ্ব তথা বাংলাদেশের নেয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে যথাযোগ্য মর্যাদা, ভাব ও গাম্ভীর্যের মধ্যে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা ওলামা মাসায়েদ পরিষদের আয়োজনে রবিবার সকাল১০টায় ধর্মপ্রাণ মুসলমানরা প্লাকাড ব্যানার ধর্মীয় শোভাযাত্রা, জশনে জুলুস উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষন করে উপজেলা পরিষদ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং কালিগঞ্জ থানা মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা হতে আগত সুধিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধির জন্য মোনাজাত দুরুদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।