তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ
উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ২০১৯ সালের ২৪ শে মার্চে বিপুল ভোটে বিজয়ী ভাইস চেয়ারম্যান কালিগঞ্জ উপজেলা পরিষদ ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম।
মঙ্গলবার (৫ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের কাছে জানতে চাইলে বলেন,
বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম মানুষ হিসেবে অনেক ভালো মন-মানসিকতার।আমাদের দেখা মতে বিগত যেকোন অনুষ্ঠানে আমাদের পাশে তাকে যেমন ভাবে পেয়েছি আমরা পুনরায় আবারো তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই।
উন্নয়ন মূলক কাজের বিষয়ে তার কাছে কেউ সাহায্য চাইতে গেলে তিনি উদার মনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি একজন জনপ্রিয় মানুষ এবং কালিগঞ্জ উপজেলার ২০১৯ সালে ২৪ শে মার্চ নির্বাচিত ভাইস চেয়ারম্যান। তিনি ছাত্রলীগের কালিগঞ্জ উপজেলা শাখার ১৯৯৪ থেকে ১৯৯৬ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কালিগঞ্জ উপজেলা শাখার দায়িত্ব পালন করেন ১৯৯৬ থেকে ২০০০ সাল । ২০০০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কালিগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন । ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । ২০১৯ সালে ২৮ শে মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন । শেখ নাজমুল ইসলাম গত ২০১৯ সালের ২৪ শে মার্চ উপজেলা নির্বাচনে বিজয়ী হয়ে ভাইস চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলা পরিষদ দায়িত্ব পালন করেন।
কালিগঞ্জ উপজেলা পরিষদে আসার আগে ও পরে কালিগঞ্জ উপজেলার মোট (বারটি) ইউনিয়নে সাধারণ জনগণ,হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বারবার। অনেকেরই মুখে এরকম মন্তব্য শোনা যায়। আমরা কালিগঞ্জ উপজেলাবাসী উন্নয়নের জন্য পুনরায় শেখ নাজমুল ইসলাম কে ভোট দেবো।
উক্ত নির্বাচন সম্পর্কে শেখ নাজমুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি জনগণের সেবা করতে চাই এবং কালিগঞ্জ উপজেলার গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পরম বন্ধু হিসেবে আমি আবারো নিয়োজিত থাকতে চাই , আমি সবসময় চেষ্টা করবো গরিব দুঃখী ও মেহনতি মানুষদের জন্য কিছু করার। আমি কালিগঞ্জ বাসির কাছে আশা করছি এবারও তারা তাদের মুল্যবান ভোট দিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে বেছে নেবে ।