আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত সদর কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাজার গ্রাম ফুলতলা মৎস্য সেটের পাশে পানির ফিল্টার হতে ইসমাইলের বাড়ি পর্যন্ত ৩০০ ফুট ভঙ্গুর দশা রাস্তা নিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠলেও দেখার কেউ নাই। রাস্তাটির অধিকাংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে। অথচ এইভঙ্গুর রাস্তাটি সংস্কার কাজ দেখিয়ে বিগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা টাকা উত্তোলন করে প্রকল্প নিয়ে কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করার বিস্তর অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী সাংবাদিকদের জানান। শ্যামনগর কালিগঞ্জ মহাসড়ক হতে এই রাস্তাটি সংযোগ সড়ক হিসাবে এলাকার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এর ছাত্র—ছাত্রী ব্যবসায়ী, সাধারণ মানুষ বেশি চলাচল করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় অতি বর্ষণ প্লাবিত হয়ে ডুবে থাকায় আর চলাচল করা সম্ভব হয়না। এছাড়াও এলাকার বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর, বাজারগ্রাম কাশিমপুর গ্রামের এক মাত্র জেলা পরিষদের পানির পুকুর এবং ফিল্টার এর পানি পান করে এলাকাবাসী শত বছর ধরে বেঁচে আছে। প্রতিদিন শত শত নারী পুরুষ এই পুকুর এবং ফিল্টারের পানি নিতে আসতে হয়। এই রাস্তা জলবদ্ধতার কারণে ফুলতলার মহাসড়কের ব্যস্ততম এলাকা দিয়ে এসে পানি নিতে নানান দুর্ঘটনার শিকার হতে হয়।
বিষয়টি নিয়ে এলাকাবাসী এলাকার সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন জানিয়ে ও কোন ফল হয়নি বরং শুধু মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে এলাকাবাসীকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধুমাত্র নির্বাচনের আগে ভোটারদের কাছে ভোট ভিক্ষার প্রতিশ্রুতি হিসেবে রাস্তা সংস্কারের কথা অগ্রভাগে থাকলেও নির্বাচনী বইতারনা পার করে আর এলাকাবাসীর কথা মনে রাখে না। তাই এলাকাবাসী সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এবং বিগত দিনে যে সমস্ত ইউপি চেয়ারম্যান ওই ইউপি সদস্যরা সংস্কারের নামে এ সমস্ত প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে তদন্ত পূর্ব তাদের প্রতি আইন অনুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।