তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটী শ্রীশ্রী গোপানন্দ বন আশ্রমে (শ্রী রনবীর কৃষ্ণ প্রভুর গৃহ মন্দির প্রাঙ্গণে) শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে শ্রীমদ্ভাগবত পরায়ন মহোৎসবের শুভ সূচনা হয়।
রবিবার (৪ ফেব্রুয়ারী) হইতে শনিবার (১০ ফেব্রুয়ারী) পর্যন্ত প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত্র ৯ টা পর্যন্ত ৭দিন ব্যাপী ৭ তম বার্ষিকী শ্রীমদ্ভাগবত কথামৃত মহাযজ্ঞের আয়োজন করেন।
পবিত্র শ্রীমদ্ভাগবত কথামৃতের প্রবক্তা/আলোচনা করেন,
বৃন্দাবন শ্রীশ্রী রাধা গোবিন্দজী ট্রাষ্টের আচার্য্য ও সভাপতি শ্রী গুরু কৃপা শ্রীমুর্ত্তি ব্রিদত্তী স্বামী শ্রীশ্রীমদ গোপানন্দ বন গোস্বামী মহারাজের কৃপাধন্য ত্রিদন্ডী স্বামী শ্রীমত্ত্বক্তি সমাশ্রয় সম্বিদানন্দ বন মহারাজ উদীয়মান শ্রীশ্রী গৌর বানী প্রচারক শ্রীশ্রী রাধাগোবিন্দজী ট্রাষ্ট ভজনকুঠীর, বৃন্দাবন।
ভজন কীর্তন পরিবেশন করেন,এপার বাংলার স্বনামধন্য আলোড়নসৃষ্টিকারী প্রখ্যাত শিল্পী সুশান্ত কুমার দাশ ও তাহার সাথীরা।
মহারাজ সুধী সজ্জন ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন,
বর্তমান কলহপূর্ণ যুগে কল্যাণ লাভের জন্য বেদ কল্পতরুর প্রপৰ ফলস্বরুপ শ্রী মদ্ভাগবত ও শ্রী কৃষ্ণনাম সংকীর্ত্তন ব্যতীত অন্য উপায়ন্তর নাই। তাই আসুন আমরা শ্রীমন্মহাপ্রভুর আনুগত্যে সমবেত ভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ করি এবং পালনের মাধ্যমে মানব জনম ধন্য করি।
প্রতিদিন অনুষ্ঠান শেষে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দুদের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করেন।