প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৩, ১২:৫০ পি.এম
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর সোনাতলা ইটের রাস্তার কালভার্ট ভেঙ্গে মরণ ফাদে।
শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।।
কালিগঞ্জ উপজেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে ইটের রাস্তার পুরাতন কালভার্ট ভেঙ্গে মরণ ফাদে পরিণত হয়েছে। কালভাার্টটি ভেঙ্গে পড়ায় ওই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ সমস্যায় পড়েছে এবং বহু আগের হওয়ায় কালভার্টের উপরের এক অংশ ভেঙে পড়ে গেছে।
সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়" কালভার্টটি মাঝখানে এক অংশ ভেঙ্গে পড়ে।তবে বেশ কয়েক মাস আগে থেকেই কালভার্টটি খুব খারাপ অবস্থায় ছিল বলে জানায় স্থানীয়রা। এতে ঝুকি নিয়ে চলাচল করছিল ওই সড়কের যাতায়াতকারী মানুষ।কালভার্টটি ভেঙ্গে যাওযায় ওই এলাকার মাঠের পানি বন্ধ হয়ে গেছে। এখন অতিরিক্ত বৃষ্টি হলে কৃষকের ধান তলিয়ে যাবে।
এ বিষয়ে ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল প্রতিনিধিকে জানান,কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। এই কালভার্টটি পার হয়ে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে দিয়ে কুশুলিয়া দক্ষিণ শ্রীপুর স্কুল এন্ড কলেজ, বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয়,বিষ্ণুপুর বাজার, বাঁশতলা বাজার চন্ডীতলা সহ কয়েকটি রাস্তার সাথে সংযোগ। ইউনিয়ন সহ অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা যাতায়াত করে। কালভার্টটি ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ।
স্থানীয় এলাকাবাসী জানান" মটর ভ্যান, মোটর সাইকেল সহ বড় কোন যানবাহন চলছে না। তাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা প্রকৌশলীসহ সকল দপ্তরের কাছে দ্রুত কালভার্টটি সংস্কার করার জন্য অনুরোধ করেন স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com