সোমবার, ০৫ মে ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বাক্কার, সাংগঠনিক সম্পাদক কাদির  ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত ।  মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  সাতক্ষীরার কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়ার অভিযোগ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

কালিগঞ্জ প্রশাসনের আড়ালে ডিজিটাল পদ্ধতিতে হুন্ডি ব্যবসা করে কোটিপতি স্বপন ময়রা‌

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮৪৪ বার পঠিত

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ী গ্রামের মৃত:কানাইলাল ময়রা’র পুত্র স্বপন ময়রা প্রশাসনের চোখের আড়ালে ডিজিটাল পদ্ধতিতে হুন্ডি ব্যবসা করে দুই ছেলের নামে ইন্ডিয়া বসিরহাট এলাকায় বানিয়েছেন দুটি আলিসান বাড়ি।

বর্তমান তিনি উপজেলার ঘুসুড়ি কালীতলার পাশে তাহার বাড়ির সামনে একটা মিস্টির ভান্ডা দোকান আছে, কিন্তু বাংলাদেশ টাকা ইন্ডিয়া পাঠিয়ে হয়েছেন কোটিপতি।গতকাল (৫ এপ্রিল) শুক্রবার বিকেলে সরজমিনে যেয়ে দেখা যায়,নিজে থাকেন খোলার চালের ঘরে আর ইন্ডিয়া করেছেন বিলাশ বিলাস বহুল বাড়ি ও গাড়ি,তার এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে হুন্ডি ব্যবসায় বিনিয়োগ করেছেন এরকম তার বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর।

হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের ঘটনা দীর্ঘ দিনের।সরকারের দায়িত্বশীল সংস্থাগুলোর ব্যাপক নজরদারি,নিয়মিত অভিযান, নানা প্রজ্ঞাপন জারির মাধ্যমে ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি করা হলেও হুন্ডি বাণিজ্য বন্ধ হচ্ছে না এই স্বপন ময়রা’র।জানা গেছে দিন দিনই অর্থ পাচারের পরিমাণ ক্রমাগত ভাবে বেড়েই চলেছে।বিদেশ গমন,চিকিৎসা ব্যয় মেটানো, ব্যবসা-বাণিজ্য পরিচালনা, বৈদেশিক কেনাকাটা থেকে শুরু করে জীবনযাত্রার নানা ক্ষেত্র এখন হুন্ডির সঙ্গে সংযুক্ত হয়েছে, এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা লেনদেন সহজীকরণ, ব্যাংকগুলোর নানা সেবামূলক ব্যবস্থাপনাও হুন্ডি বাণিজ্যকে রোধ করতে পারছে না।ফ্রিডম ফ্লেক্সি ২৪ডট কম নামের অ্যাপস ব্যবহার করে দেশের গোয়েন্দাদের নজরদারির আড়ালে এই হুন্ডি ব্যবসা করা হচ্ছে।

অবৈধ হুন্ডি ব্যবসায়ী স্বপন ময়রা সাংবাদিকদের ভিডিও বক্তব্যের মাধ্যমে শিকার হয়েছে,আরো সত্যতা জানা যায় মিষ্টির ভান্ডার দোকান কর্মচারী তিনিও বলেন হুন্ডির ব্যবসা করেন। এ বিষয়ে চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের জানান হুন্ডি ব্যবসা করেন,এই বিষয়টি আমার জানার নেই।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।