শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ী গ্রামের মৃত:কানাইলাল ময়রা’র পুত্র স্বপন ময়রা প্রশাসনের চোখের আড়ালে ডিজিটাল পদ্ধতিতে হুন্ডি ব্যবসা করে দুই ছেলের নামে ইন্ডিয়া বসিরহাট এলাকায় বানিয়েছেন দুটি আলিসান বাড়ি।
বর্তমান তিনি উপজেলার ঘুসুড়ি কালীতলার পাশে তাহার বাড়ির সামনে একটা মিস্টির ভান্ডা দোকান আছে, কিন্তু বাংলাদেশ টাকা ইন্ডিয়া পাঠিয়ে হয়েছেন কোটিপতি।গতকাল (৫ এপ্রিল) শুক্রবার বিকেলে সরজমিনে যেয়ে দেখা যায়,নিজে থাকেন খোলার চালের ঘরে আর ইন্ডিয়া করেছেন বিলাশ বিলাস বহুল বাড়ি ও গাড়ি,তার এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে হুন্ডি ব্যবসায় বিনিয়োগ করেছেন এরকম তার বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর।
হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের ঘটনা দীর্ঘ দিনের।সরকারের দায়িত্বশীল সংস্থাগুলোর ব্যাপক নজরদারি,নিয়মিত অভিযান, নানা প্রজ্ঞাপন জারির মাধ্যমে ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি করা হলেও হুন্ডি বাণিজ্য বন্ধ হচ্ছে না এই স্বপন ময়রা’র।জানা গেছে দিন দিনই অর্থ পাচারের পরিমাণ ক্রমাগত ভাবে বেড়েই চলেছে।বিদেশ গমন,চিকিৎসা ব্যয় মেটানো, ব্যবসা-বাণিজ্য পরিচালনা, বৈদেশিক কেনাকাটা থেকে শুরু করে জীবনযাত্রার নানা ক্ষেত্র এখন হুন্ডির সঙ্গে সংযুক্ত হয়েছে, এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা লেনদেন সহজীকরণ, ব্যাংকগুলোর নানা সেবামূলক ব্যবস্থাপনাও হুন্ডি বাণিজ্যকে রোধ করতে পারছে না।ফ্রিডম ফ্লেক্সি ২৪ডট কম নামের অ্যাপস ব্যবহার করে দেশের গোয়েন্দাদের নজরদারির আড়ালে এই হুন্ডি ব্যবসা করা হচ্ছে।
অবৈধ হুন্ডি ব্যবসায়ী স্বপন ময়রা সাংবাদিকদের ভিডিও বক্তব্যের মাধ্যমে শিকার হয়েছে,আরো সত্যতা জানা যায় মিষ্টির ভান্ডার দোকান কর্মচারী তিনিও বলেন হুন্ডির ব্যবসা করেন। এ বিষয়ে চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের জানান হুন্ডি ব্যবসা করেন,এই বিষয়টি আমার জানার নেই।