তাপস কুমার ঘোষ/শিমুল হোসেনঃ
বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে আপনার দোড়গোড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে কালিগঞ্জ প্রেসক্লাব। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী স্বাস্থ্যসেবা গ্রহন করেছেন। ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডাঃ মুজাহিদুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা'র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, বীর মুক্তিযোদ্ধা শেখ মনির উদ্দিন আহমেদ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ,, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, প্রেসার, ডায়াবেটিস এবং ওজন পরিমাপ সেবা প্রদান করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোজাহিদুল হক, মেডিসিন ও শিশু বিষয়ক অভিজ্ঞ ডাঃ মোঃ শাহরিয়ার হাসান, গাইনি অভিজ্ঞ ডাঃ সানজানা পারভিন, মেডিকেল এসিস্ট্যান্ট আই, সাব্বির আহম্মেদ, সমন্বয়ক ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের কো অর্ডিনেটর শাহিনুর রহমান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।