শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জে ফতেপুর বাঁশতলা বাজারে পোস্ট অফিসের জায়গা দখল করে বাড়ি যাওয়ার রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে জামাত নেতা ওমর ফারুকের বিরুদ্ধে।
জানা যায়,উপজেলার বাঁশতলা বাজার সংলগ্নে নূর হোসেনের পাশে ৩ শতাংশ জায়গা ফতেপুর পোস্ট অফিসের।মঙ্গলবার (৪ এপ্রিল ) সরেজমিনে গিয়ে দেখা যায়, পোস্ট অফিসের ৩ শতাংশ জায়গায় ভেকু দিয়ে গর্ত খুঁড়ে বাড়ি যাওয়ার প্রবেশ রাস্তা বানিয়েছে ওমর ফারুক। বাঁশতরা বাজার বনিক সমিতির সভাপতি জয়দেব বিশ্বাস ও স্থানীয়রা জানান, পোস্ট অফিসের জায়গা জামাত নেতা ওমর ফারুক গোড়ামী করে এখান থেকে ভেড়ি দিয়ে বাড়ি যাওয়ার রাস্তা তৈরি করেছে। অনেকেই তাকে নিষেধ করলেও সে কারোর কথায় গুরুত্ব দেয়নি। স্থানীয়রা বাধা দিতে আসলে তাদের উপরে চড়াও হয় সে।
ফতেপুর বাঁশতলা বাজার পোস্ট মাস্টার জোহর আলী জানান, ২০১১ সালে আব্দুস সাত্তার মোড়ল বাংলাদেশ ডাক বিভাগের নামে ৩ শতক জায়গা রেজিস্ট্রি করে দেন। এরপরে প্রায় ৮ লক্ষাধিক টাকা ব্যায়ে পোস্ট অফিসের ভবন নির্মাণ হয়। ভবনটি মাটিতে বসে যাওয়ায় ভাঙ্গা হয়, পরবর্তীতে ঐ জায়গা মাটি ভরাট দিয়ে নতুন বিল্ডিং করার জন্য ম্যানেজমেন্ট পরিদর্শক সাহেব এখানে এসে ছবি তুলে নিয়ে যায় বিল্ডিংটি পুনারায় নির্মাণ করার জন্য। জানতে পেরে এসে দেখি পোস্ট অফিসের জায়গা মাটি কেটে রাস্তা তৈরি করেছে স্থানীয় ওমর ফারুক। আমি ওমর ফারুকের কাছে শুনলাম তুমি এই জায়গায় মাটি কেটেছে কেন তুমি কি আমাকে জানিয়েছিলে? তিনি জবাবে বললেন না। এ বিষয়ে ওমর ফারুক বলেন, জায়গাটি ছিলো পরিত্যক্ত তাই চলাচলের সুবিধার্থে রাস্তা তৈরি করেছি। আমার ভুল হয়ে গেছে।
এব্যাপারে ডেপুটি পোস্টমাস্টার আরিফুল ইসলাম জানান, পোস্ট অফিসের জায়গায় এলাকার মানুষ সেবার প্রতিষ্ঠান ওখানে বিল্ডিং তৈরি হবে মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে দখলকারী যদি ওই জায়গা ছেড়ে না দেয় পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।