শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
“স্মার্ট হও, ইংলিশে স্মার্টলি কথা বলো”
এই স্লোগান কে সামনে রেখেই কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে “স্মার্ট ইংলিশ ল্যাগুয়েজ ক্লাব” উদ্বোধন হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে ৪১ জন শিক্ষার্থীদের নিয়ে এ ক্লাব উদ্বোধন হয়। স্মার্ট ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের কো-অর্ডিনেটর বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
তিনি বলেন, স্মার্ট দেশ বিনির্মানে স্মার্ট সিটিজেনের বিকল্প নাই। আর স্মার্ট সিটিজেন হতে হলে বহি:বিশ্বের সাথে তাল মেলাতে অবশ্যই ইংলিশ ল্যাংগুয়েজ এর ব্যবহার অনস্বীকার্য। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষায় একধাপ এগিয়ে গেল। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কর ,ব্রজেন কুমার মন্ডল ,সুব্রত সরকার, শংকরী ঘোষ, আব্দুর রহমান ,রুখসানা আক্তার ,প্রসেনজিৎ রায়, দেবপ্রসাদ পালিতসহ ও ইংলিশ ক্লাবের সদস্য বৃন্দ।