শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন বন্দকাটি এক দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদল কয়েক লক্ষ টাকার মালামা ল লুটপাট করে নিয়ে গেছে।এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ- আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গতকাল দিনগত রাতে উপজেলার উত্তর বন্দ কাটি গ্রামের চৌরাস্তা মোড়ে মুদি দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। লুটপাট করা মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, চাল, তেল, সিগারেট সাবান সহ বিভিন্ন সামগ্রী।
এসবের মধ্যে চাউল রয়েছে প্রায় ৭০ বস্তা, যার দাম আনুমানিক দেড় লক্ষ টাকার ওপরে। বিভিন্ন ব্রান্ডের সিগারেট রয়েছে ১০ হাজার টাকার,সয়াবিন তেল রয়েছে ১০ হাজার টাকার, পেস্ট রয়েছে ৫হাজার টাকার, সাবান-শ্যাম্পু, ভীম রয়েছে ৫ হাজার টাকার। এছাড়াও মুদি দোকানটির অন্যান্য সামগ্রী নিয়ে পুরো দোকান ফাঁকা করে ফেলে ডাকাত দল।
এলাকাবাসির ধারণা,গভীর রাতে দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধ ডাকাতদল ও গ্যাংগ্রুপ দোকানের একাধিক গিরিল কেটে এসব সামগ্রী লুটপাট করে নিয়েছে।দোকান মালিক উত্তর বন্দকাটি গ্রামের মৃত ফজর আলী গাজীর পুত্র শহিদুল ইসলাম (৪০) জানান,প্রতিদিনের মতো গতকাল রাতে ও ১০টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি ফিরে যান। ভোরে এসে দেখেন,দোকানের পিছন দিক থেকে গিরিল কেটে তার দোকানে কিছু নগদ টাকাসহ চাল-ডাল, সিগারেট, তেল, সাবান সহ অন্যান্য দামী সব সামগ্রীই লুটপাট করে নিয়ে গেছে।
স্থানীয় বিষ্ণুপুর ৯নং ওয়ার্ডের সদস্য খলিল সরদার ও ইউপি সদস্যা লাইলী পারভীন জানান ,দোকানের জানালার গিরিল কেটে প্রায় ৭০ বস্তা চাউল সহ টাকা ও মালামাল নিয়ে যায় দূর্ধর্ষ ডাকাতদল,তাদের আটক করে ব্যবসায়ী দের মালামাল উদ্ধারের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।এনিউজ লেখা পর্যন্ত কোন অভিযোগ হাতে পাওয়া যায়নি।