তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের ছবিল মোড়লের ছেলে মোস্তফা মোড়ল (৩৮) গভীর রাতে মোটরভ্যান চুরি করার সময়ে জনতার হাতে ভ্যানসহ আটক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১:৩০ মিনিটের সময়ে।
স্থানীয় তথ্য সূত্রে জানা যায়,একই গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে মাজেদ গাজীর বাড়িতে গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই অসহায় মাজেদ গাজীর শেষ সম্বল মোটরভ্যান চোর চক্রটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভ্যান মালিক মাজেদ গাজী স্থানীয় মেম্বার-চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবহতি করার জন্য দ্রুত যোগাযোগ করার চেষ্টা করছে।