তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে অগ্রগতি সংস্থার উদ্যোগে মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময়ে, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ওরিয়েন্টেশন পরিচালক মাসুম বিল্লাহ সোহাগ, ইউপি সদস্য পীযুষ কান্তি রায়,আফছার উদ্দিন,শেখ সিরাজুল ইসলাম, ফারজানা শওকাত (আফি),খলিল সরদার, আব্দুল কাদের, জাহিদ আলম, গোলাম রব্বানী, আব্দুস সালাম, ইউপি সদস্যা লায়লী পারভীন, পূর্ণিমা রানী মন্ডল, রোজিনা পারভিন।
মানব পাচার সম্পর্কে প্রধান অতিথি চেয়ারম্যান জাঙ্গীর আলম বলেন, সভ্যতাবিবর্জিত জঘন্য অপকর্ম ‘মানব পাচার’ একটি সামাজিক ব্যাধি। যখন কোনো ব্যক্তি ধর্ম-কর্ম ভুলে আরেক ব্যক্তিকে দেশান্তর করে, তাকে স্বাধীনভাবে চলতে না দিয়ে, জবরদস্তি করে শ্রম দিতে বা পতিতাবৃত্তি করতে বাধ্য করে, তার ওপর যৌন নির্যাতন বা শ্লীলতাহানি করে অথবা মারধর, আঘাত বা অন্য কোনো রকম শারীরিক বা মানসিক নির্যাতন করে ক্ষতি সাধন করে, তা-ই হচ্ছে ‘মানব পাচার’। ইসলাম মানবাধিকার লঙ্ঘন ও যেকোনো রকম মানবতাবিরোধী নির্যাতন প্রতিরোধে সোচ্চার। পাচারকারী চক্র মানুষের বিশ্বাসের চরম অবমাননা ও অবমূল্যায়ন করে থাকে। আমরা সকলে মিলে যার যার নিজ অবস্থান থেকে লিংক কেস এর মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিরোধ গড়ে তুলবো।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অগ্রগতি সংস্থার একাউটেন্ট ইব্রাহিম খলিল, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর শপথ প্রকল্প কর্মকর্তা রিনা রানী ঘোষ, সোশ্যাল মবিলাইজার আশ্বাস প্রকল্প অফিসার নিতাই সেন প্রমূখ।
এ ছাড়াও আনসার ভিডিবি কর্মকর্তা শেখ রুহুল আমিন,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুর রহমান, তাপস কুমার মজুমদার, সমীর মন্ডল,শাহিন আলম, আশরাফুল ইসলাম, তাপস সরকার, সাংবাদিক, গ্রাম পুলিশ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।