শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর সতীন্দ্র স্মৃতি শিশু নিকেতন স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১শে মার্চ) সকাল ১০টায় বিষ্ণুপুর কনক ভবন সংলগ্নে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রনজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সতীন্দ্র স্মৃতি শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়ত বাবু উদয় রায়ের সহধর্মিণী কল্যাণী রায়।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর বন্ধুমহল ক্লাব উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক বাবু বিশ্বজিৎ সরদার।এ সময় আরো উপস্থিত ছিলেনএ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী শিক্ষক রবিন সরদার,সরস্বতী কর্মকার,কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন ‘সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়। সন্তান হোমওয়ার্ক ঠিক মতো করছে কিনা, (স্কুলের বাইরে) কোথায় কার সাথে মিশছে,কোনো খারাপ সঙ্গ তাকে ঘিরে ফেলেছে কিনা - এসব বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে অভিভাবককে। আরো বলেন"বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং আনন্দ নিয়ে বিদ্যার্জন করে। আমি মনে করি শিক্ষকদের পাঠদান প্রক্রিয়া আরও উন্নত করতে হবে।এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।