তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদক।
" মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন "এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছ প্রগতি সংঘের আয়োজনে ৪দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় শ্যামনগর ফুটবল একাদশ ২-১গোলে ভাতশালা ফুটবল একাদশকে পরাজিত করে।
(১৬অক্টোবর) রবিবার বিকাল ৪ টার সময় পারুলগাছা ফুটবল ময়দানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের (মহিলা)ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
মাঠ ভর্তি দর্শক এবং তীব্র উত্তেজনা পূর্ণ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণে খেলার প্রথম আর্ধে শ্যামনগর ফুটবল একাদশ প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয় আর্ধের প্রথমে ভাতশালা একটি গোল করে খেলাটি ড্র করে, নির্ধারিত টাইমের শেষ প্রান্তে এসে শ্যামনগর ফুটবল একাদশ দ্বিতীয় গোল করে দলের গোলসংখ্যা ব্যবধান বাড়িয়ে ২ -১ গোলে জয়ী হয়। খেলায় উভয় দলের মধ্যে তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি আক্রমণ থাকলেও ভাতশালা খেলোয়াড়রা একাধিক গোলের সুযোগ নষ্ট করায় তারা পরাজয় বরণ করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।