শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
ওঁ বেদাঃ শাস্ত্রানি সর্ব্বানি নত্য গীতা দিকঞ্চমৎন বিহীনং ত্বয়া দেবী তথামে সন্তু সিদ্ধয়’ শ্লোকে (২৬ শে জানুয়ারি) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা।
প্রতিবারের ন্যায় এবারও'সাতক্ষীরা কালিগঞ্জ ঐতিহ্যবাহী বিষ্ণুপুরে পিকেএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিষ্ণুপুর বন্ধু মহল ও প্রান্তিক সংঘের উদ্যোগে পৃথক ভাবে ৭ দিনব্যাপী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলার আয়োজন করা হয়েছে।বন্ধু মহল’র আয়োজনে রয়েছে।২৬ শে জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৭ টায় সরস্বতী পূজা, ৯ টায় অঞ্জলী,দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সাড়ে ৭টায় সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী। ২৭ শে জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যা আরতী ও ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী।
২৮ শে জানুয়ারী (শনিবার) রাত ৭ টায় সামাজিক নাটক "আজকে বাবার ফাঁসির দিন"আয়োজনে বন্ধু মহল নাট্য সংস্থা বিষ্ণুপুর।২৯ শে জানুয়ারি (রবিবার) রাত ৭ টা থেকে আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে"মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান" ৩০ শে জানুয়ারি (সোমবার) ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী। ৩১ শে জানুয়ারি (সোমবার) ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী।১লা ফেব্রুয়ারী (বুধবার) বিকেল ৫ টা থেকে প্রতিমা বরণ, রাত ৭ টায় মা-বোনদের জন্য শঙ্খধ্বনী,উলুধ্বনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও রাত ১০ টায় প্রতিমা বিসর্জন হবে।
অপরদিকে বিষ্ণুপুর প্রান্তিক সংঘের আয়োজনে রয়েছে,২৬ শে জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৭ টায় সরস্বতী পূজা, ৯ টায় অঞ্জলী, দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী। ২৭ শে জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যা আরতী ও ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী।২৮ শে জানুয়ারী (শনিবার) সন্ধ্যা ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী।২৯শে জানুয়ারি রবিবার সন্ধ্যা আরতী ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী।
৩০ শে জানুয়ারি (সোমবার) সামাজিক নাটক দেবেন্দ্রনাথ নাথ প্রনীত" মৃত্যুর চোখে জল"পরিবেশনায় মদিনা- নাট্য সংস্থা বিষ্ণুপুর।৩১ শে জানুয়ারি (মঙ্গলবার) যশোর ও খুলনা শিল্পীদের সমন্বয়ে"মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান"১লা ফেব্রুয়ারী (বুধবার) রাত ৮ টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।