শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ ঐতিহ্যবাহী মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ৩রা ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হয়।নিয়োগ পরীক্ষায় সভাপতিত্ব করেন মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন।
মহাপরিচালকের প্রতিনিধি ছিলেন তালা সরকারি আলি আহমেদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কুমার তরফদার।শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ মোসলেম আলী ও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা গোস্বামী। নিয়োগ কমিটি সুষ্ঠুভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিনিধি কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা ও কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ আজহার আলীর উপস্থিতিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক পদে পাঁচজন, সহকারী প্রধান শিক্ষক পদে পাঁচজন ও নিরাপত্তা কর্মী পদে পাঁচজন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় প্রধান শিক্ষক পদে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন,সহকারী প্রধান শিক্ষক পদে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর কম্পিউটার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং নিরাপত্তাকর্মী পদে মোঃ মনিরুল ইসলাম নির্বাচিত হন।
নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচিত প্রধান শিক্ষক সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম,সহ সভাপতি চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম মমতাজ উদ্দিন, সহ সভাপতি নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান,যুগ্ম সম্পাদক মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য,যুগ্ম সম্পাদক ডাক্তার মুজিব রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ও কোষাধ্যক্ষ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজওয়ান হারুনসহ সমিতির সকল সদস্যবৃন্দ।