শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলার রতনপুর এ.কে কল্যাণ সংস্থার আয়োজনে মাহে রমজানের পবিত্রতা ও গুরুত্ব সম্পর্কে সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ই এপ্রিল) বেলা ১১টায় রতনপুর চেয়ারম্যান মার্কেটের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গড়ুইমহল মানবকল্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রতনপুর এ,কে কল্যান সংস্থা’ র পরিচালক আশার বৃত্ত সংস্থার উপদেষ্টা রোমানিয়া প্রবাসী মোঃ শেখ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও মহিষকুড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মহব্বত হোসেন এর সঞ্চালনায়,উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ও রতনপুর এ,কে কল্যান সংস্থা’র পরিচালক আশরাফুল হোসেন খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কদমতলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শিবপুর পূর্ব পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ বিল্লালী, গড়ুইমহল গাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আবু বাকার সিদ্দিক,উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পীর গাজন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন রতনপুর এ,কে কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক শেখ মারুফ হোসেন, আশফাক আহমেদ অয়ন, গাজী মারুফ বিল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ,রতনপুর এ.কে কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কার্টুনিয়া জামে মসজিদের পেশ ইমাম কাটুনিয়া মাদ্রাসার প্রাক্তন সুপার আবুবকর সিদ্দিকী।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামে মসজিদের পেশ ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল,তসবি ও ইফতারি বিতরণ করেন।