শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদ এর নেতৃত্বে সাধারণ ছাত্র ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মী দের কে সাথে নিয়ে রবিবার (২৫ শে সেপ্টেম্বর) সকাল ১০টার কলেজের সামনে জরা-জীর্ণ প্যাচহোল অর্থাৎ (গর্ত) ভরাটের কাজ করেছে।
সরকারি কালিগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম আহম্মেদ সাংবাদিকদের বলেন সরকারি ভাবে কলেজের সামনের রাস্তায় কাজ চলছে কিন্তু কলেজের সামনে বড় এক গর্ত (প্যাচ হোল) তৈরি হওয়ায় একটু বৃষ্টি হলেই ছাত্র-ছাত্রীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং ইতিমধ্য সে খানে সড়ক দুর্ঘটনাও ঘটেছে. তাই আমি এ কাজটি করার সিদ্ধান্ত নেই।তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা বিশ্বকে চ্যালেঞ্জ করে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারে তাহলে আমরা ছাত্রলীগের কর্মী হয়ে কেন এই ছোট কাজগুলো করতে পারবো না।
এসময় তার কাজের সহযোগিতা করার জন্য ছাত্রলীগ কর্মী মারুফ. মিয়ারাজ.রাকিব.বাপ্পি. সুজন.সাহেব.মুস্তাফিজ.জাকির কে ধন্যবাদ জানাই.রাস্তার গর্তটি ভরাট করে যাতায়াতের উপযোগী করে দেওয়ার জন্য সাধারণ জনগণ ও কলেজ শিক্ষার্থীরা কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহম্মেদ ধন্যবাদ জানাই।।