হাফিজুর রহমান,কালিগঞ্জ থেকে:
বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা ও আদেশ কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য সফল করতে সভাপতি এবং সুপারেনটেনটের জোকসাযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির পাতানো নির্বাচন সম্পন্ন হয়েছে।
তফসিল গোপন করা ভোটার তালিকায় নানাবিধ অনিয়মের মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আদালত সূত্রে এবং বৃহস্পতিবার বেলা টায় সরে জমিনে অত্র মাদ্রাসায় গেলে মৌতলা গ্রামের অভিভাবক সদস্য রহিম, শামসুর রহমান, কাজী হাসান, লালন, গিয়াস উদ্দিন সহ একাধিক অবিভাবক সদস্যরা সাংবাদিকদের জানান কোভিড -১৯ করোনা কালিম মহামারীর কারণে মৌতলা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন করা সম্ভব হয়নি। যে কারণে অত্র মাদ্রাসায় বিভিন্ন পদে ৩টি নিয়োগ আটকেছিল। ৩টি পদে অর্ধ কোটি টাকার নিয়োগ-বাণিজ্য সফল করার মিশনে সুপারেনটেন্ট মহাসিন আলী এবং সভাপতি ও দাতা সদস্য সৈয়দ আলী আকসারের যোগসাযোগে নোটিশ বোর্ডে নির্বাচনী তফশিল ও ভোটার তালিকা না টাঙিয়ে অফিস রুমের ভিতরে আলমারির গায়ে দায়সারা ভাবে আটা দিয়ে কাগজ লাগিয়ে রাখে।
যাতে করে অফিস খোলা ব্যতীত কেউ না দেখতে পারে এবং বাইরে যাতে প্রকাশ না পায়। বিষয়টি নিয়ে জানাজানি হলে অভিভাবক সদস্যরা অফিসে ঢুকে তফসিল এবং ভোটার তালিকায় নানা অনিয়ম দুর্নীতি দেখতে পায়। প্রবিধানে ২০০৯ এর ১২(১) বিধি মোতাবেক খসড়া ভোটার তালিকা প্রস্তুত প্রকাশ ও অনুমোদন করিবার ও ১২(৩) বিধি মোতাবেক অনুমোদনের পরবর্তী কার্য দিবসে সকল শ্রেণিকক্ষে পড়িয়া শোনানো এবং নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি। এছাড়াও প্রবিধানের ২০০৯ এর ১২(৪)ও ১২(৫) বিধি মোতাবেক খসড়া ভোটার তালিকা অনুমোদনের আগে সকলকে শুনানো এবং নোটিশ বোর্ডে টানানোর বিধি-বিধান থাকলেও তা করা হয়নি।
অফিসের তালাবদ্ধ কক্ষে আটা দিয়ে লাগানো তালিকায় দেখা যায় ভোটার তালিকা একা এক ব্যক্তির একাধিক ক্রমিকে ভোটার হিসেবে নাম তালিকা বদ্ধ আছে। যেমন ১জন অভিভাবক ভোটার। ইব্রাহিম হোসেন তার নাম ভোটার তালিকা ৬ নং ক্রমিকে এবং ২০০ নং ক্রমিকে আছে। এইভাবে অনেক অভিভাবক সদস্যদের নাম থাকা সহ জনৈক মিজানুর রহমানের পুত্র মীর মুজাহিদ হোসেন এর জন্ম ২৩/৬/২০১৭ ইং তারিখে। সে অত্র মাদ্রাসায় ভর্তি না হলেও তাকে ভর্তি দেখিয়ে ভোটার তালিকায়৩ টি ক্রমিকে একই ব্যক্তির ৩ জায়গায় ভোটার দেখানো হয়েছে। ক্রমিক নাম্বার ১০ ১৪, ৯১। মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের জন্য ১০ সদস্য বিশিষ্ট থাকার কথা। নির্বাচনে দাতা সদস্য শিক্ষক প্রতিনিধি, শিক্ষানুরাগী, দাখিল বিভাগের সদস্য এবং ইফতি দায়ীতে থাকার বা নির্বাচনের কথা থাকলেও বৃহস্পতিবার শুধুমাত্র ইবতেদায়ীতে খায়রুল আলম ওরফে বুলবুল এবং কাজী হাসান উদ্দিন লালন দুজন কে নিয়ে নির্বাচন চলছে।
তবে কাজী হাসান উদ্দিন লালন সাংবাদিকদের জানান মাদ্রাসার সুপারিনিয়েন্ট টেন মহসিন আলী তাকে ভোটের আগের দিন অর্থাৎ বুধবার নির্বাচন হবে না বলে জানালেও গতকাল আদালতের আদেশ অমান্য করে ঠিকই নির্বাচন সম্পন্ন করেছে। এই সমস্ত নানাবিধ অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মৌতলা গ্রামের মৃত সৈয়দ ইমদাদ হোসেনের পুত্র ও অভিভাবক সদস্য সৈয়দ বাকী বিল্লাহ বাদী হয়ে অত্র মাদ্রাসার সুপারিনটেন্ট মহাসিন আলী, সভাপতি সৈয়দ আফসার আলী, প্রিসাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা নাসিম শাহাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে বিবাদী করে বিজ্ঞ কালিগঞ্জ সিনিয়র জজ আদালতে গত ১৩ অক্টোবর দেওয়ানী ৪০৫/ ২০১২ (কালী:) মামলা দায়ের করেছে। মামলায় বিজ্ঞ আদালত শুনানি করে গত ১৬ -১০ -২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালত কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের সহকারি জজ সাবরিনা চৌধুরী উভয় পক্ষের শুনানি করে নির্বাচন স্থগিতের আদেশ প্রদান করেন। উক্ত আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন করে ফলাফল ঘোষণা করেন। এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেন্ট মহাসিন আলীর নিকট জানতে হলে তিনি বিষয়টি নিয়ে সাংবাদিকদের পত্রিকায় না দেওয়ার অনুরোধ জানান এবং বলেন নির্বাচনের তফসিল এবং ভোটার তালিকা নিয়মমাফিক করা হয়েছে তবে অত্র মাদ্রাসার নোটিশ বোর্ড দেখাতে পারেনি। বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।