শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
''দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব'' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জে মানববন্ধন র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় খুলনা'র সহযোগিতায় (৯ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু এর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয় এর অবসত্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান ,অধ্যাপক শ্যামাপদ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধলবাড়িয়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজী মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, সদস্য সৈয়দ মাহমুদুর রহমান, মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আহমদ আলী সরদার, কুশুলিয়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কালীগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আব্দুল্লাহ হাসান, ধলবাড়িয়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম মামুন হাসান, ভাড়াসিমলা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শান্তি চক্রবর্তী, নলতা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী সংগঠনের সভাপতি মানবাধিকার কর্মী জামিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন দুর্নীতিবাজ ও অন্যায়কারী সমাজের ঘৃণিত ব্যক্তি।দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন করতে হবে,ঐক্যবদ্ধ হতে হবে। অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জালিয়াতি, ঘুষ, অবৈধ সম্পদ,ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সকলকে স্ব-স্ব কর্ম ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে , সকলকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধ, শিক্ষক, সাংবাদিক,মানবাধিকার কর্মী,নারী নেত্রী, উপজেলা ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।