হাফিজুর রহমান,কালীগঞ্জ থেকে:
ইঁদুরের কবল থেকে ফসল রক্ষা করতে লাগানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ঠে রামদাস মন্ডল (১৭) নামে ১ জেলে যুবক নিহত, আহত ৩। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে।
নিহত রানা দাস মন্ডল বন্ধ কাটি পানঘাটা গ্রামের সুনীল মন্ডলের পুত্র। তার সাথে থাকা আহতরা হল তার পিতা গ্রামের বসন্ত মণ্ডলের পুত্র সুনীল মণ্ডল (৫০) মধু মন্ডল এর পুত্র নয়ন মন্ডল (১৮) এবং বাবু মণ্ডলের পুত্র মানিক মন্ডল (১৪)। ঘটনাটি জানার পর স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম থানায় খবর দিলে থানা হতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এবং উপ-পরিদর্শক খবির উদ্দিন, আব্দুর রহিম, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের মধ্যে ২জনকে আশঙ্ক জনক অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। কৃষ্ণ নগর ইউনিয়নের ইউপি সদস্য জোবেদ আলী এবং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় বানিয়াপাড়া গ্রামের শামসুর মোড়ল এর পুত্র কৃষক আবুল হোসেন মোড়ল ধানক্ষেতের ইঁদুরের অত্যাচার থেকে রক্ষা পেতে পার্শ্ববর্তী জহুরুল ইসলামের বাড়ি হতে বিদ্যুৎ নিয়ে ধানক্ষেতের চতুর্দিক দিয়ে বৈদ্যুতিক সংযোগে তার বিছিয়ে দেয়। ওই জমির পাশে বানিয়াপাড়া খালে প্রতিদিনের ন্যায় জেলেরা ধরতে যাওয়ার সময় বিদ্যুৎ বৃষ্টি হয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান। প্রথমেই বিদ্যুৎ সৃষ্টি হয়ে রানা দাস পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য অন্যরা বিদ্যুতায়িত হয়ে আহত হয়।