হাফিজুর রহমান,কালিগঞ্জ থেকে:
পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও পাশে গভীর গর্ত খুঁড়ে মাটি নিয়ে একতা ব্রিকস নামে ইটভাটায় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এর ফলে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ টি চরম হুমকির মুখে পড়ায় জনমনে আতঙ্ক শুরু হয়েছে।
গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬ ফোকর সুইচগেট সংলগ্ন এ ঘটনা ঘটে গেলেও দেখার কেউ নাই। তেতুলিয়া গ্রামের মোখলেসুর রহমান পল্টু এবং তার ভাই জাকির হোসেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এর ভাই হওয়ায় তার নাম ভাঙিয়ে প্রতিনিয়ত এ কাজ চালিয়ে গেলেও প্রতিবাদ করেও কোন কাজ হয়নি।
তবে বিষয়টি নিয়ে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কালিগঞ্জ উপজেলায় ৫ নাম্বার পোল্ডারের দায়িত্বে উপসহকারী প্রকৌশলী শাহনাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান বিষয়টি নিয়ে এর আগে তাকে নিষেধ করা হয়েছে আমি এখনই লোক পাঠাচ্ছি। তেতুলিয়া গ্রামের আলমগীর, হাফিজুর, মুসা, ইসমাইল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান দীর্ঘদিন যাবত কোন ধরনের কাগজপত্র ছাড়া জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নাম ভাঙিয়ে তার ভাই মোখলেসুর রহমান পল্টু এবং জাকির হোসেন মিলে একতা ব্রিকস নামে কাক শিয়ালি নদীর পাড়ে ইটভাটা পরিচালনা করে আসছে।
বর্তমান ওয়াবদার ভেড়িবাধ এবং বাঁধের পাশে মাটি কেটে গর্ত খুঁড়ে বাঁধ কে ঝুকির ভিতরে ফেলেছে। যে কোন সময় বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ প্রসঙ্গে ভাটা মালিক মোখলেসুর রহমান পল্টু র বিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান ভাঁটার কাগজপত্র ইউ পি সদস্য আব্দুস সাত্তারের নামে আছে। আমরা শেয়ার কিনেছিলাম বর্তমান আমাদের নামে করার জন্য কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড এর বাঁধের মাটিকাটা প্রসঙ্গে জানতে চাইলে তিনি নিজেদের কেনা জায়গা বলে দাবি করেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাধ পরে সংস্কার করে দেয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।